প্রতিনিধি ১৪ মার্চ ২০২০ , ১:৩৩:২৫ প্রিন্ট সংস্করণ
বানারীপাড়া:-
বরিশালের বানারীপাড়ায় সর্বনাশা ইয়াবা সেবনের বিপুল পরিমান সরঞ্জাম,গাঁজা ও বেশ কয়েকটি বিদেশী মদের খালি বোতলসহ ৩ যুবককে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ। শনিবার দুপুর সোয়া একটার দিকে থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ওসমান গনি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের ফিরোজ খানের বাড়িতে অভিযান চালিয়ে, বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা বানারীপাড়া বন্দর বাজারের মর্ডান ফার্মেসীর মালিক রবিন্দ্র দেবনাথ ওরফে রবি ডাক্তারের ছেলে রাজিব দেবনাথ (৩৬),ঘর মালিক ফিরোজ খানের ছেলে রুবেল খান (৩০) ও চৌয়ারীপাড়া গ্রামের মোতাহার আলীর ছেলে সাইদুল ইসলাম, (৩৫) কে আটক করেণ। তবে পুশিলের উপস্থিতি টের পেয়ে আটককৃতরা তাদের সাথে থাকা মাদক লুকিয়ে ফেলেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। স্থানীয়রা আরও জানান,বিশালাকৃতির ওই ঘরে মাদক লুকিয়ে রাখলে তা খুঁজে বের করা কঠিন হয়ে পরে। কেবলমাত্র আটককৃতরাই বলতে পারবে ঘরের কোন স্থানে মাদক লুকিয়ে রাখা হয়েছে। ওই ঘরটির ভিতরকার অবস্থা দেখলে মনে হবে সেখানে বসে কেবলমাত্র মাদক সেবন ও বিকিকিনিই করা হয়। কেননা ঘরটির ভিতরে এবং বাইরে অগনিত বিভিন্ন ব্রান্ডের সিগারেটের খালিখোসা এবং ঘরের দ্বিতীয় তলায় বিদেশী মদের বেশ কয়েকটি খালি বোতল পাওয়া যায় এ যেন মাদকের হাট। আটককৃত ৩ যুবকের মধ্যে রাজিব দেবনাথ পুটুয়াখালি জেলা পুলিশের এসআই সজীব দেবনাথের ছোট ভাই বলে জানাগেছে। অপরদিকে আটককৃত ৩ যুবকই এলাকার চিহ্নিত মাদক সেবী এদের মধ্যে রাজিব ও রুবেল মাদক বিক্রির সাথে জড়িত আছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।