Uncategorized

বরিশালে ১৮০ জন দূরারোগ্য রোগীকে আর্থিক সহয়তা

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২০ , ১০:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

বরিশালে ১৮০ জন দূরারোগ্য রোগীকে আর্থিক সহয়তা

তালাশ প্রতিবেদকঃ

বরিশালে দূরারোগ্য রোগে আক্রান্ত ১৮০ জন রোগীকে ৯০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

বুধবার ( ১৮ মার্চ) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এ সময় বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার বার্তা২৪.কম-কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসব রোগীদের মধ্যে আর্থিক সহায়তা করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ১০ উপজেলার ১৮০ জন রোগীকে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

২০১৩- ১৪ অর্থবছর থেকে শুরু করে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত এক হাজার ৩৩ জন রোগীকে ৫ কোটি ১৬ লাখ ৫০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আরও খবর

Sponsered content