প্রতিনিধি ১৮ মার্চ ২০২০ , ৩:১৭:৫৫ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥
করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে পর্যটন শহর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে প্রয়োজন ব্যতিত সকল হোটেল-মোটেল বন্ধ ঘোষণা করা হবে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেন, ইতোমধ্যে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের উদ্দেশে আমরা মাইকিংয়ের মাধ্যমে অবগত করছি। জনস্বার্থে সরকারের পক্ষ থেকে এ সিদ্বান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
পটুয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলায় এ পর্যন্ত হোম কোয়ারান্টাইনে ২৩ জনকে রাখা হয়েছে।
এদিকে, পটুয়াখালী সদরে পরিবার পরিকল্পনা অফিসের নতুন ভবনে ৫০ শয্যার একটি কোয়ারেন্টাইন ইউনিটের পাশাপাশি জেলার সদর ও উপজেলা হাসপাতালে প্রায় শতাধিক আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইসরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।