Uncategorized

আজকের তালাশে সংবাদ প্রকাশ ॥ কোচিং চালু রাখার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড!

  প্রতিনিধি ২২ মার্চ ২০২০ , ৮:১৫:২২ প্রিন্ট সংস্করণ

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571667740086","total_editor_time":1047,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571667740062","total_effects_time":0,"brushes_used":0,"height":828,"layers_used":0,"width":1242,"subsource":"done_button"}

 

তালাশ প্রতিবেদক॥

 

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে কোচিং অব্যহত রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযান।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ইতিমধ্যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন কর্মকাণ্ড পরিচালিত থাকায় একটি বিশ্বস্ত সূত্রের তথ্যে, দৈনিক আজকের তালাশ পত্রিকায় –নিষেধাজ্ঞা মানছে না নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়, চলছে কোচিং! শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ (২২ মার্চ) এ অভিযান পরিচালিত হয়।

এসময় আদেশ অমান্য করে কোচিং চলানোর অপরাধে নগরীর বাকলার মোড় মোহনা ক্লাব সংলগ্ন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা।

এসময় সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকিস্বরূপ এমন কাজ করার জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রধান শিক্ষক টাউন মাধ্যমিক বিদ্যালয় মৃম্ময় বেপারী-কে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরও খবর

Sponsered content