Uncategorized

মধুপুরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২০ , ৫:১৪:২৬ প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল জেলা

হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ দিগরবাইদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে
গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছিনতাইকারীকে আশংকাজনক
অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আরেকজন পুলিশের
হেফাজতে আছেন।

সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তবে তার
বাড়ি গোপালপুর উপজেলায় ও শাহীন নাম বলে স্থানীয়রা জানিয়েছেন। আশংকাজনক অবস্থায় মমেক
হাসপাতালে পাঠানো ছিনতাইকারী আব্দুল করিম ঘাটাইলের সন্ধানপুর গ্রামের সমেশ আলীর ছেলে।
পুলিশ হেফাজতে থাকা বাবলু মধুপুরের দিগরবাইদ এলাকার বাসিন্দা। ছিনতাইকারীদের হাতে আহত
অটোরিকশাচালক ঘাটাইলের পাকুটিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিনকে মধুপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আল আমিন জানান, রাত সাতটার দিকে নতুন আত্মীয় বাড়ী বেড়াতে যাবে বলে পাকুটিয়া বাজার থেকে
ওই তিনজন তার অটোরিকশা ভাড়া করেন। মধুপুরের দিগরবাইদ দক্ষিণপাড়া ব্রীজ পাড়ে নিয়ে আসার পর
চালককে গাড়ি থেকে পিটিয়ে নামিয়ে দেন। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসতে
থাকে। এলাকাবাসী তেড়ে আসছে দেখে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। বোরো ক্ষেত ভেঙে দৌড়ে
পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে তারা। এতে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। বাকী একজনের
অবস্থা গুরুতর ও আরেকজনকে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ
বাকী দু’জনকে উদ্ধার করে। আব্দুল করিমকে ১০০ শয্যার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত
চিকিৎসক মুমুর্ষূ অবস্থায় মমেক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল ইসলাম জানান, এ মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের
কর্মকর্তারা তদন্ত করছেন। সব তথ্য সংগ্রহ প্রাথমিক তদন্তের পর হতাহতদের পরিচয়সহ মূল ঘটনা জানা
যাবে।

আরও খবর

Sponsered content