Uncategorized

ঢাকার বাড়ী ভাড়া মওকূপ করলেন ইতালি প্রবাসী ইসরাফিল বারী

  প্রতিনিধি ২৪ মার্চ ২০২০ , ২:৪৯:০৫ প্রিন্ট সংস্করণ

ইতালি প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারন করেছে। চীনে আক্রান্ত বেশী হলেও মারা গেছে বেশী ইতালিতে। এর মধ্যে ইতালি প্রবাসী বাংলাদেশীরা রয়েছে বাসায় । বিনা প্রয়োজন ছাড়া বের হতে পারছে না কেউ। এদিকে বাংলাদেশে করোনার লক্ষন দেখা গেছে।ঢাকায় আক্রান্ত হলে পরিস্থিতি হবে ভয়াবহ। ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইসরাফিল বারী মানবতার হাত বাড়িয়ে দিলেন। ঢাকায় তার বাড়ীর ভাড়াটিয়াদের মার্চ মাসের ভাড়া মওকূপ করে দিয়েছেন।তিনি বলেন আমরা যে যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন আমাদের তিরস্কার করে নবাবজাদা বলবেন না আমরাই প্রকৃত নবাবজাদা। প্রবাসীধের কটাক্ষ করে কিছু বললে মেনে নেব না। আজকে আমরা প্রবাসীরা করোনা আক্রান্ত দেশ গুলোতে আটকা পরে আছি যেখানে সরকার দূতাবাসের মাধ্যমে খোজঁ নেবেন তা না করে আমাদের উল্টো হয়রানী করছে। আমি আমার বাসার ভাড়া মওকূপ করেছি আপনারা যারা মালিক পক্ষ যে যার অবস্থান থেকে করোনা মোকাবেলা করি।

আরও খবর

Sponsered content