Uncategorized

প্রবাসীকে করোনা আক্রান্ত দাবি করে দুই এসআইয়ের লাখ টাকা চাঁদা দাবি !

  প্রতিনিধি ২৫ মার্চ ২০২০ , ৪:৪৬:৫৯ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জে ফেরা এক ইতালি প্রবাসীকে কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত দাবি করে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশের দুই এসআইয়ের বিরুদ্ধে এ নিয়ে চলছে তদন্ত। ওই প্রবাসী এ নিয়ে ফেসবুকে লাইভ করলে ঘটনাটি জানাজানি হয়।

৭ মার্চ দেশে আসা শেখ ইকবাল হোসেন নামের সেই প্রবাসী আরও জানান, তাকে কেউ কোয়ারেন্টাইনে থাকতে না বললেও তিনি নিজে থেকে কোয়ারেন্টাইনসহ সব নিয়মকানুন মেনে চলছেন।

ফেসবুক লাইভে শেখ ইকবাল হোসাইন বলেন, থানার দুই এসআই এসে আমাকে বলেন, ”আপনি ইতালি থেকে আসছেন। আপনার কাছে করোনাভাইরাস আছে। ১ লাখ টাকা না দিলে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে যাবো।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক বিষয়টি দুঃখজনক হিসেবে মন্তব্য করেন। এ নিয়ে তিনি আরও অধিকতর তদন্তেরও আহ্বান জানিয়েছেন।

আরও খবর

Sponsered content