Uncategorized

করোনা সন্দেহে ভোলায় ১৪ জনের নমুনা সংগ্রহ

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২০ , ২:০০:২১ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক, ভোলা ॥

করোনা ভাইরাস সন্দেহে ভোলায় ১৪ জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচ উপজেলা থেকে এসব নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। তবে এদের মধ্যে একজন আইসোলেশনে থাকলেও বাকিরা চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। নমুনা পাঠানো ব্যক্তিদের মধ্যে সদরে ৪ জন, দৌলতখানে ৪, তজুমদ্দিনে ২, চরফ্যাশনে ২ ও বোরহানউদ্দিন উপজেলার ২ জন রয়েছেন।
এদিকে জেলায় এখনো হোম কোয়ারেন্টিনে রয়েছে ১৩৫ জন। অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ২৯৭ জনের। গত ২০ দিনে জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো ৪৩২ জনকে। আইসোলেশনে রয়েছে ১ জন।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, আইসোলেশনে থাকা একজনসহ জেলায় মোট ১৪ জনের নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের সর্দি, কাশি ও গলাব্যথাসহ করোনার প্রাথমিক উপসর্গ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আর তাই তাদের পর্যবেক্ষণ করছেন চিকিৎসকগণ। তবে এখন পর্যন্ত জেলায় করোনা পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় ২ জনসহ ১৩৫ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে। যাদের মধ্যে সদরে ৪৮ জন, দৌলতখানে ৫, বোরহানউদ্দিনে ৯, লালমোহনে ১০, চরফ্যাশনে ১৮, তজুমদ্দিনে ৩৬ ও মনপুরা উপজেলায় ৯ জন।
অন্যদিকে জেলায় সর্বমোট ২৯৭ জনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। যাদের মধ্যে সদরে ৭৬ জন, দৌলতখানে ৪৪, বোরহানউদ্দিনে ৩৮, লালমোহনে ৩৪, চরফ্যাশনে ৪৩, তজুমদ্দিনে ৩৬ ও মনপুরা উপজেলায় ১২ জন।

আরও খবর

Sponsered content