প্রতিনিধি ২৩ জুলাই ২০১৯ , ৪:০৪:১৬ প্রিন্ট সংস্করণ
বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধা নদীর ভয়াবহ ভাঙ্গনে এলাকা পরিদর্শন করেছেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। গতকাল মঙ্গলবার বিকালে পূর্ব ভুতের দিয়া গ্রামের ভাঙ্গন এলাকা পরিদর্শন কালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সব সময় চিস্তা করেন। আগামীতে সরকার আরো বরাদ্দ দিবে নগদ অর্থ ,চাল,ঢেউটিন যাই আসুক সবটুকু জিনিস ক্ষতিগ্রস্তদের মাঝে সমান ভাবে বিতরন করা হবে। অবৈধভাবে যারা বালু উত্তোলন করে অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল , উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ভূমি) নুসরাত জাহান, বরিশাল ডিআরআরও মোঃ আবদুল লতিফ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, কেদারপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম ব্যাপারি, পিআইও আরিফুর রহমানসহ এলাকার বাসিন্দারা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।