জাতীয়

মানবসেবায় সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী অর্জন করলেন বেতাগীর মুহিব্বুল্লাহ শাহিন

  প্রতিনিধি ২৬ জুলাই ২০১৯ , ১০:১৮:২১ প্রিন্ট সংস্করণ

বরিশাল অফিস :-

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বরগুনার কৃতী মেধাবী সন্তান মুহিব্বুল্লাহ শাহিনকে ন্যাশনাল ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস এন্ড এডুকেশন সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করেছেন। ২০ জুলাই ভারতের লাখনাও সিটির হোটেল হিলটনে মুহিব্বুল্লাহর হাতে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রীর সনদ ‍তুলে দেন আইন মন্ত্রণালয়ের Mr.Brajesh pathak। অনাড়ম্বর এই সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বের ১৫ জনকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রধান করা হয়। সমাবর্তনে উপস্থিত ছিলেন.
নবাব জাফর মীর আব্দুল্লাহ। এই সম্মাননা বাংলাদেশ থেকে প্রথমবারের মতন অর্জন করলেন মুহিব্বুল্লাহ শাহিন। তিনি বাংলাদেশের বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।বাবা মরহুম মাওলানা বজলুর রহমান দক্ষিন অঞ্চলের একজন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় ব্যক্তিত্ব। বাবার আদর্শে অনুপ্রানিত হয়ে ছোটবেলা থেকেই মানব সেবায় পথচলা শুরু করেন তিনি।গ্রামীন সামাজিক কাযর্ক্রম, অসহায় মানুষের মানবিক সহায়তায় ও জরেপরা শিশু শিক্ষার জন্য তার অবদান এলাকবাসীর কাছে মাইল ফলক সৃষ্টি করেছে। গ্রামের সেই ছোট মানবপ্রেমী ছেলেটি আজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম অর্জন করলেন। মুহিব্বুল্লাহ শাহিনের সামগ্রীক সামাজিক কাজে কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ ন্যাশনাল ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস এন্ড এডুকেশন “Honorary Doctorate in Social Welfare & Services” প্রদান করেন।উল্লেখ্য মুহিব্বুল্লাহ শাহিন এর আগে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভুষিত হয়েছেন।

আরও খবর

Sponsered content