Uncategorized

বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলায় বৃদ্বা আহত !

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৪:০২:০৩ প্রিন্ট সংস্করণ

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1587830359793","total_editor_time":34,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1587830359755","total_effects_time":0,"brushes_used":0,"height":898,"layers_used":0,"width":1800,"subsource":"done_button"}

তালাশ প্রতিবেদক : –



বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের বালি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউসুফ হাওলাদারের স্ত্রী আমিরুন নেছা (৭০) নামের এক বৃদ্ধাকে সন্ত্রাসীরা মাথা ফাটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরতর অবস্থায় আহতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, হাসিনা বেগম স্থানীয় ইউসুফ হাওলাদারের স্ত্রী। বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের বালি গ্রামে ২৩ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে।শেবামেক হাসপাতালে আহত অবস্থায় আমিরুন নেছা জানান, জমি বিরোধের জেরে লাঠি দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়েছে একই গ্রামের রুস্তম আলি হাওলাদার, তার দুই ছেলে খোকন হাওলাদার, ও ফরহাদ হাওলাদার, রুস্তুমের জামাই রফিক হাওলাদার ও তার সহযোগীরা।

পরিবার সূত্রে জানাযায়, হামলার সময় আমিরুন্নেছা’কে উদ্বার করতে এলে দুই ছেলে বউ রবি বেগম ও ডালিম বেগম সহ দেড় বছরের এক শিশু বাচ্চা ও তাদের হামলা থেকে রেহাই পায়নি।

এবিষয় বাকেরগন্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানাযায়।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য রুস্তুম হাওলাদারের সাথে কথা বলার জন্য একাদিক বার যোগাযোগ করা চেস্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি ।

বিষয়টি নিয়ে অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভুগির পরিবার।

আরও খবর

Sponsered content