তালাশ প্রতিবেদক মুলাদী ॥
করোনা ভাইরাসের কারণে সামাজিক নিরাপত্তা বজায় রেখে এবং মাহে রমজানের পবিত্রা রক্ষা করে ২৮৪ জেলেদের মধ্যে মে মাসের চাল বিতরন করেছেন মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুল আহসান। আজ ৫ মে মঙ্গল বার সকাল ১০ টায় মুলাদী সদর ইউনিয়ন পরিষদ চত্তরে ৪০ কেজি করে ২৮৪ জন জেলেদের সরকারের বরাদ্ধ কৃত ৩০ কেজি ওজনের ৪টি চালের বস্তা ১২০ কেজি ৩ জন জেলেকে এক সাথে করে বিতরন করা হয়েছে। জেলেদের চাল বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও ট্যাগ অফিসার উত্তম কুমার, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জাকির হোসেন ফরাজী, সচিব মোঃ জাকির হোসেন সিকদার, সদস্য কাজী নুরল ইসলাম, আলী আশ্রাব খান, আলী আহমেদ, সোহাগ, রিয়াজ মেম্বার সহ সকল সদস্যগন। এসময় ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান বলেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, সরকারের সকল বরাদ্ধ আপনারা পাবেন, ইতি পূর্বে আমি ব্যক্তিগত ভাবে ত্রান সকল ওয়ার্ডে ত্রান বিতরন করেছি, আজ জেলেদের চাল আপনাদের মাঝে বিতরন করেছি, আপনাদের পাশে আছি থাকব, যে কোন প্রয়োজনে আমাকে জানাবেন। মধ্যবিত্তরাও আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, রমজান মাসে আল্লাহ কাছে আমাদের এই মহামারী থেকে রক্ষা করার জন্য দোয়া করুন। ভুলেও কেউ নদীতে মাছ ধরতে যাবেন না। বিনা প্রয়োজনে বাসা থেকে বাহির হবেন না।