প্রতিনিধি ২৯ জুলাই ২০১৯ , ২:৫১:০১ প্রিন্ট সংস্করণ
বরিশাল অফিস :-
বরিশাল জেলার বাকেরগঞ্জে প্রতিবন্ধী পরিষদের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার ২৯/০৭/২০১৯ তারিখ সকাল ১০টায় প্রতিবন্ধীদের নিজস্ব অফিসে এ-ই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী, দুস্থ শিশু এবং বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা । এ সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার তাদের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন, মানিক হোসেন হাওলাদার, বাবুল সরদার, মিরা দেবনাথ, এবং প্রতিবন্ধী পরিষদের সদস্যবৃন্দ ।দুস্থ প্রতিবন্ধী রোগীরা এখানে ফ্রি চিকিৎসা নিতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা জানান, আমরা অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। এখানে প্রতি সোম ও বুধবার ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার কারণে আমরা অনেকটাই সুস্থ। এখানে আমাদের আন্তরিক ভাবে সেবা প্রদান করে থাকেন। এবং ফ্রি ঔষধ বিতরন করে থাকেন। দৃষ্টি প্রতিবন্ধী মানিক হোসেন হাওলাদার বলেন, আমাদের একটা হল রুম এর বিশেষ প্রয়োজন। ছোট অফিসে আমরা বড় পরিসরে সেবা প্রদান করতে পারছি না। আমাদের একটা হল রুম হলে আমাদের সেবার পরিধি আরো বেড়ে যাবে।এজন্য এলাকার বিত্তশালী দের সহযোগিতার জন্য আকুল আবেদন জানান।