প্রতিনিধি ৮ মে ২০২০ , ৭:২০:০৩ প্রিন্ট সংস্করণ
মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় দুই নারী সহ আহত হয়েছেন চার জন। থানায় অভিযোগ ও হাসপতালে আহত সুত্রে জানাগেছে, উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপৈক্ষা গ্রামের রাজ্জাক সিকদারের সাথে স্থানীয় সালাম ফকির গংদের দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। রাজ্জাক সিকদারের তিন ছেলে ঢাকায় চাকুরী করার সুবাদে তিনি স্ত্রী ও কন্যা নিয়ে বাড়ীতে থাকেন। আর এ কারনে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে মাঝে মধ্যেই তার উপর চড়াও হয় এবং তার বেশ কিছু সম্পত্তি জোর পূর্বক ভোগদখল করে আসছে। এ নিয়ে রাজ্জাক সিকদারের সাথে প্রতিপক্ষের লোকজনের গত মঙ্গলবার কথার কাটাকাটি হলে বুধবার সকাল ৮.৩০মিনিটের দিকে রাজ্জাক সিকদারের দুই ছেলে বিষয়টি জানতে সালাম ফকিরের কাছে গেলে সালাম ফকির ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর দা, লাঠি সহ দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। তাদের ডাকচিৎকারে তার মা ও বোন ছুটে আসলে তাদেরকেও পিটিয়ে ও কাপড় টেনে স্লিলতাহানি করার অভিযোগও পাওয়া গেছে। আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন। এঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে রাজ্জাক ফকিরের পুত্র রেজাউল করিম বাদী হয়ে সালাম ফকির, সায়েম ফকির, রাবেয়া খাতুন, ইমন ফকির, হেলান ফকির, জসিম ফকির, ওসমান ফকির, রাসেল ফকির, সবুজ ফকির, এলাহী ফকিরকে আসামী করে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।