Uncategorized

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে মূল্য তালিকা না থাকার অপরাধে জরিমানা

  প্রতিনিধি ৮ মে ২০২০ , ২:৩০:০৫ প্রিন্ট সংস্করণ

বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ৮ মে শুক্রবার বিকাল থেকে বরিশাল মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন এসময় বাংলা বাজার, আমতলার মোড়, রুপাতলী, সাহেবের হাট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে বিশেষ বাজার মনিটরিং, জনসমাগম করে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে সামাজিক দূরত্ব নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি মেয়াদ উত্তির্ন পণ্য বিক্রয় করার অপরাধ পতিহত করার লক্ষ্যে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠান কে মোট ৩ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান। অভিযান পরিচালনাকালে সাহেবের হাট এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করে একই পণ্য বিভিন্ন মূল্যে বিক্রি করার অপরাধে তিনটি মুদি দোকানকে ১ হাজাট টাকা করে মোট ৩ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। পরে রুপাতলী এলাকায় কয়েকটি রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content