করোনা বিস্তার এড়াতে নিয়মিত চেকপোস্ট টহল ও জনসচেতনতায় এয়ারপোর্ট থানা পুলিশ
প্রতিনিধি
১১ মে ২০২০ , ৫:১১:১৮
প্রিন্ট
সংস্করণ
{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":1,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1588592315811","total_editor_time":220,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1588592315786","total_effects_time":0,"brushes_used":0,"height":712,"layers_used":0,"width":1242,"subsource":"done_button"}
তালাশ প্রতিবেদক :-
করোনার সংক্রমণ বিস্তার এড়াতে সরকারী নির্দেশনা বাস্তবায়ন ও সচেতনতার অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট টহল এবং কঠোর নজরদারিতে রয়েছে পুলিশ। তারই ধারাবাহিকতায় বিএমপি‘র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম এর নেতৃত্বে বরিশাল মহানগরের প্রবেশদ্বার এয়ারপোর্ট থানাধীন রামপট্টি, রহমতপুর,গড়িয়ার পাড়, চাঁদপাশা বটতলা এলাকায় চেকপোস্ট এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়। পাশাপাশী অহেতুক ঘরের বাহিরে বের না হতে জনসাধারণ কে করোনা সম্পর্কিত বিভিন্ন জনসচেতনতা মূলক নির্দেশনা প্রদান করা হয়। ডিউটি তদারকী করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ আবুল কালাম আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন নাসরিন জাহান, এসি এয়ারপোর্ট থানা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস.এম জাহিদ-বিন-আলম সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ।
আরও খবর
Sponsered content