প্রতিনিধি ১২ মে ২০২০ , ৫:৩৪:৩৪ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক :-
প্রানঘাতী করোনাভাইরাস প্রাদূর্ভাবে সারা বিশ্ব আজ থমকে গেছে। তাই করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন খেটে খাওয়া, অসহায় মানুষের পাশে হাত বাড়ানোর তাগিদ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টুর নির্দেশে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে ১শ পরিবারের মাঝে ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ জনসচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন আ.লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এসআই অলোক কুমার মজুমদার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার বরিশাল সদর উপজেলার সভাপতি শাহ পরান সুজন,, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমীর আলী চোধুরী, সেলিম হাওলাদার, ফারুক হাওলাদার।
এসময় উপস্থিত ত্রাণ প্রত্যাশী সকলকে নোভেল করোনা ভাইরাস থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে সে ব্যাপারে আলোচনা করা হয়।