Uncategorized

ভোলায় ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে ২৪ তম বিসিএস ফোরাম এর ঈদ উপহার

  প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৩:২৫:২৮ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধি ॥

করোনাকালীন দুর্যোগে ভাসমান বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে  ঈদ উপহার বিতরন করেছেন  ভোলা ২৪ তম বিসিএস ফোরাম  ভোলা জেলা কমিটি। সোমবার( ১৮ মে) দুপুরে  শহরের বাস টার্মিনাল হেলিপ্যাড চত্বরে শতাধিক বেদে পরিবারকে ঈদ উপহার বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ তম বিসিএস ফোরাম এর  ভোলা জেলার সভাপতি ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম,ভোলা সরকারি মহিলা শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ২৪ তম বিসিএস ফোরাম এর  ভোলা জেলার সাধারন সম্পাদক মো: ফরিদুজ্জামান, সহকারী অধ্যাপক হুমায়ন কবীর,সহকারী অধ্যাপক মাহাবুব আলম,সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক  মো: আসাদুজ্জামান,সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ মাসুদ,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা দিনেশ চন্দ্র মজুমদার , ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল ডা:তৈয়বুর রহমান,সহকারী অধ্যাপক মো:হারুন অর রশীদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সরকারি তালিকার বাইরে যারা খাদ্য সহায়তা পাচ্ছেন না বা বঞ্চিত বিশেষ করে নিম্ন আয়ের মানুষ,বেদে সম্প্রদায়ের মানুষ সহ নানা শ্রেণী পেশার মানুষকে যাদের বাড়িতে খাদ্য সহায়তা নেই তাদের খুঁজে বের করে যতটুকু সম্ভব সহায়তা করে যাচ্ছি বিসিএস ২৪ ফোরাম।আর আমাদের এই ধরনের কার্যক্রম  কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content