Uncategorized

বোরহানউদ্দিনে হরিণ উদ্ধার

  প্রতিনিধি ১৯ মে ২০২০ , ৩:৩৩:০০ প্রিন্ট সংস্করণ

ভোলা প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে একটি জীবিত হরিণ পায় স্থানীয় জেলেরা। সোমবার দুপুরে মির্জাকালু হতে হরিণটি উদ্ধার করেন পুলিশ। হরিণটি জীবিত বন বিভাগের কাছে হস্তান্তর করেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা পানিতে হরিণ ভাসতে দেখেন। ওই জেলেরা হরিণটি ধরে নিয়ে আসে। পরে মির্জাকালু ফাঁড়ির পুলিশ জানতে পেরে জেলেদের কাছ হতে ফাড়ির ইন্সেপেক্টর মো. ফোরকান ও এসআই জামাল শেখ হরিণটি উদ্ধার করেন। সন্ধ্যায় ভোলা বন বিভাগের কাছে হরিণটি হস্তান্তর করেন পুলিশ।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক ঘটনার সত্ব্যতা স্বীকার করে বলেন, বিকালে বন বিভাগের কাছ হরিণটি হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content