প্রতিনিধি ২২ মে ২০২০ , ৪:৪৭:০০ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক :
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব পরেছে বরিশাল নগরীতেও। অসহায় হয়ে পরছে খেটে খাওয়া মানুষগুলো। বাদ পরেনি সাধার অটো চালকরাও। যেহেতু লকডাউনের ফলে তারা দীর্ঘদিন ঘড়ে বসে থাকায় তাদের অবস্থা এখন প্রায় নিস্ব হওয়ার পর্যায় বলে জানিয়েছেন বরিশাল জেলা ও মহানগর (ইজিবাইক) ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক কল্যান সংগঠন’র (রেজি: নং ১৬৭৩) এর কোষাধ্যক্ষ মো: জামাল গাজী। তিনি আরো জানিয়েছেন, আমারা বর্তমান সময়ে খুবই দূর্বিসহ জীবন জাপন করছি। বরিশাল সিটি মেয়র, জেলা প্রশাসক, সহ বিত্তভানরা যদি এগিয়ে আসে তাহলে হয়তো আমরা কিছুটা হলেও আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো।