Uncategorized

করোনায় জনতার পাসে ছাত্রনেতা আবদুল্লাহ আল আজাদ

  প্রতিনিধি ২৩ মে ২০২০ , ৬:০১:৪০ প্রিন্ট সংস্করণ

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571667740086","total_editor_time":1047,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"06336ABB-AD1D-4C78-9624-9E7364B13AE9_1571667740062","total_effects_time":0,"brushes_used":0,"height":828,"layers_used":0,"width":1242,"subsource":"done_button"}

তালাশ প্রতিবেদকঃ

পৃথিবী আজ করোনা নামক ভাইরাসের আক্রমণের শিকার । কোন প্রকার যুদ্ধ ছাড়াই অচল করে দিয়েছে পুরো বিশ্বকে। ইউরোপ থেকে আমেরিকার কেউ রেহাই পায়নি এই মহামারী ব্যাধী থেকে। ইতালি, স্পেন, আমেরিকা, কানাডাসহ উন্নত দেশগুলো যেন মৃত্যু পুরী হয়ে গেছে। চীনের উহান শহর থেকে বিস্তার লাভ করে এই প্রাণঘাতী ভাইরাসটি।

বাংলাদেশেকে করোনা থেকে মুক্ত রাখার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সরকারি -বেসরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করেছেন এবং দেশ লক ডাউন করে সবাইকে নিরাপদে নিজ গৃহে অবস্থান করার পরামর্শ দিয়েছেন। জরুরি অবস্থায় দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা- উপজেলা শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

তারি ধারাবাহিকতায় বর্তমান মহান জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। দেশের করোনা পরিস্থিতির ১ম দিকে তাঁর জন্মস্থান বাকেরগঞ্জে স্থানীয় সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার সহযোগিতায় সাধারন মানুষের মাঝে সাবান বিতরণ করেছেন এবং ক্ষুধার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং কর্মহীন গরীব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন জাতীয় ছাত্র সমাজে এই ছাত্রনেতা।

এছাড়াও সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকেও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে করোনা বিপর্যয়ে সাধারণ মানুষের জন্য ভালো কাজ করছেন তরুণ সেচ্ছাসেবকরা।

আরও খবর

Sponsered content