Uncategorized

বরিশালে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  প্রতিনিধি ২৭ মে ২০২০ , ৯:৩৯:৪০ প্রিন্ট সংস্করণ

আকস্মিক মুষলধারে একটানা বজ্র-বৃষ্টিতে বুধবার সকালে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে। বজ্রপাতে জেলার মুলাদী উপজেলার চর ভেদুরিয়া গ্রামে আবদুল মান্নান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, সকাল সাড়ে আটটার দিকে ছবিপুর ইউনিয়নের পশ্চিম চরভেদুরিয়া গ্রামের কৃষক আবদুল মান্নান গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে কৃষক আবদুল মান্নানের মৃত্যু হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল আটটা দশ মিনিট থেকে একটানা নয়টা পর্যন্ত বরিশালে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে বজ্র-বৃষ্টি হয়েছে বলেও সূত্রটি উল্লেখ করেন।

আরও খবর

Sponsered content