প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০১৯ , ২:৫২:৩১ প্রিন্ট সংস্করণ
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে আওয়ামী লীগ নেতা মোঃ তারিক শাহিন মৃধা (৪০) কে উপজেলা নির্বাচনী সংঘাতে দায়ের করা একটি মামলায় গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মেডিকেল মোড়ে তার নিজ বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। শাহিন মৃধা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুল হক মৃধার বড় পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। জানাগেছে, ২২ মার্চ উপজেলার কানুনিয়া গ্রামে উপজেলা নির্বাচনী সংঘাতের ঘটনায় স্থা নীয় মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ জামাল হোসেন সহ ৫জন গুরুত্বর রক্তাক্ত জখম হয়। ঐ ঘটনায় ১৬ এপ্রিল মোঃ জামাল হোসেন বাদী হয়ে শাহীন মৃধাকে ১ নম্বর আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মোট ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নম্বর ৮৮)। ঐ মামলায় শাহিন মৃধাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে বলে পুলিশ জানায়। শাহিন মৃধাকে বৃহস্পতিবার ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আ’লীগ নেতা তারেক শাহিন মৃধার বিরুদ্ধে জমি দখল ও বিদেশ পাঠানোর নামে একাধিক প্রতারণার অভিযোগও রয়েছে বলে এলাকাবাসী জানান।