প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০১৯ , ১২:১১:৩২ প্রিন্ট সংস্করণ
বরিশাল অফিস :-
বাবা সভাপতি, ছেলে সদস্য, ভাইপো সদস্য এ তিন দিয়ে চলছে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ডিগ্রি কলেজ গভানিং বডির কমিটি। এ কমিটির বিরুদ্ধে উঠছে নানা দূর্নীতির অভিযোগ। কলেজটির গভানিং বডি পারিবারিক কমিটি হওয়া যা ইচ্ছে তাই করছে এরা।অভিযোগ সূত্রে জানা যায়,গতবছর কলেজের জমিতে থাকা প্রায় ৩০ টি মেহগনি গাছ বিক্রি করে ৬ লক্ষ টাকা পকেটে পুরেছে। ইউনিয় পরিষেদর বরাদ্দ দেয়া কলেজর টিউবওয়েল দেখিয়ে কলেজ ফান্ড থেকে হাতিয়ে নিয়েছে এ পারিবারিক কমিটি। ইতি পূর্বে গভানিং বডির সভাপতি অাঃ সালাম তালুকদার কলেজের ফান্ড থেকে বক্তিগত ভাবে এক লক্ষ ৫০ হাজার টাকা লোন নেন কিন্তু অাজ পর্যন্ত তা ফেরত দেননি বলে অভিযোগে বলা হয়। এই শেষ নয় কলেজের পুকুর নিজেদেরই করে নিয়েছে। কলেজ কমিটির সভাপতি হওয়ার পর থেকে পুকুরের মাছ নিজেরাই খেয়ে থাকেন ও বিক্রি করেন।অভিযোগ অারো জানা যায়,কলেজের ৮৯ শতাংশ জমি অাঃ সালাম তালুকদার তার নিজ নামে রজুলেশনের মাধ্যেমে। যার খতিয়ান নং৭৪৪.দাগ নং৩১৪/৩১৮/৩১৯ এবং খতিয়ান ৩৫৯/৩৬০। এ ছারা শিক্ষক বানিজ্যে।কলেজের মসজিদ এ লন্ডন থেকে অাসা প্রায় ৭৬ লক্ষ টাকার কোন হিসাব নেই। এ দূর্নীতিত খতিয়ে দেখার জন্য গত বছর ১২ সেপ্টেম্বর গাজিপুর জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বরাবর অভিযোগ করেন ওই কলেজের হিতৈীষী সদস্য এবং এ বছর ১ সেপ্টেম্বর বরিশাল জেলা প্রশাসক বরাবর কলেজ সভাপতি অাঃ সালাম তালুকদার তার ছেলে কালাম তালুকদার ও ভাই পো বাদশা তালুকদারে বিরুদ্ধে দূর্নীতিত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অাবেদন জানান এ অভিযাগ কারি।