অতিথি কলাম

পটুয়াখালীতে হাসপাতালে ভর্তি ১৯ জন ডেঙ্গুরোগী

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০১৯ , ৩:১০:২৮ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীতে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন রোগী। এর মধ্যে জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৮ জন রোগী। আর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১জন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন রোগী। এদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু।

গত ১৬ জুলাই থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেনারেল হাসপাতালসহ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৫১৯জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ জেলায় অল্প সংখ্যক রোগী বাড়লেও হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫শ’ জন।

পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম জানান, ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেনারেল হাসপাতালে বর্তমানে ১৮ ও কলাপাড়া হাসপাতালে ১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।

আরও খবর

Sponsered content