Uncategorized

দানব নেমেছে আজ মানুষের বেশে

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০১৯ , ২:৩৪:১১ প্রিন্ট সংস্করণ

হিংস্র শকুনের কোপানলে
মৃত্যুর মুখোমুখি স্বদেশ
কান্নার শব্দ নেই,
হতাশার গ্লানি নেই,
প্রতিবাদের ভাষা নেই,
মুক্তির গান নেই।
এখানে মানব নেঁচে আজ মানুষের বেশে
চেতনার মগজে অজস্র কেউটে।

রক্তস্রোতে ধর্মবেত্তার বিদ্রুপ উল্লাসে
মোসাহেবি বুদ্ধিজীবীর অতি কথনে
অন্ধরা মেতেছে আজ নগ্ন সন্ত্রাসে
ভীত সন্ত্রস্ত সবুজ মাতৃভূমি
প্রেয়সীর রুপ বন্দনায় ব্যস্ত কবি
প্রেমালাপে মশগুল কপোত-কপোতী
এখানেও প্রেমের রক্তাক্ত ছবি!
নীতিভ্রষ্ট নেতাদের মেকীকান্নায়
ছদ্মবেশী মানবতায়
দানব নেমেছে আজ মানুষের বেশে।
সম্প্রীতির এই বাংলাদেশে
কে আছো??
নতুন কথা শোনাও
এ রক্ত নহর লক্ষ শহীদের স্বপ্ন স্বাধ
আমার সোনার বাংলায় না!
শকুনের এই হিংস্র তর্জন
আমার এই সবুজ জমীনে না!

সম্মানিত সুধী, আমি যা দেখছি
বিশ্বাস করুন,
এ আমার স্বাধীন জন্মভূমি না।

আরও খবর

Sponsered content