অপরাধ

রাজাপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তা খুন

  প্রতিনিধি ৯ জুলাই ২০১৯ , ৮:২৪:১০ প্রিন্ট সংস্করণ

…………………………………………………..
ঝালকাঠির রাজাপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গৃহকর্তা আব্দুল হক (৫৫) খুন হয়েছে। সোমবার (৯ জুলাই) গভীর রাতে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আঃ হক ওই এলাকার মৃত আলী আজিমের ছেলে। নিহতের স্বজনরা জানায় ঘটনার সময় বাড়িতে ঐ দম্পতি অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শী আব্দুল হকের স্ত্রী মোসাঃ লিলু বেগম জানায়, গভীর রাত আনুমানিক ২টায় সময় ৭/৮ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির সামনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা আব্দুল হক বাধা দিলে তার বুকে ডাকাত দল আঘাত করলে তিনি অচেতন হয়ে পরে। এছাড়া লিলু বেগমকে দেশীও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২ ঘন্টাব্যাপী ঘরের মধ্যে তান্ডব চালিয়ে নগদ ৭০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বার্ণালংকার সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দল যাওয়ার পরে বাড়ির গৃহকত্রীর ডাক চিৎকারে স্ত্রী লিলু বেগমের ভাই আব্দুল ছালাম পাশের বাড়ি থেকে ছুটে আসে। আব্দুল ছালাম জানায়, বোনের ডাক চিৎকার শুনে ঘটনা স্থলে এসে ভগ্নীপতি আব্দুল হককে অচেতন অবস্থায় দেখে ডাক্তার আনতে মেডিকেলে যাই। ডাক্তার এসে তাকে মৃত ঘোষনা করে। উল্লেখ্য, নিহত আঃ হক শারীরিক ভাবে অসুস্থ ছিলেন বলে স্থানীয়রা জানায়। ঘটনা স্থলে উপস্থিত এলাকাবাসি জানায়, সকালে খবর পেয়ে এসে তাকে (আঃ হক) মৃত অবস্থায় খাটের উপর দেখতে পাই এবং তারা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে রাস্তার পাশ থেকে একটি সাবল ও কাপড়ে জড়ানো একটি এলিডি টিভি উদ্ধার করে। স্বজনদের দাবী সংঘবদ্ধ ডাকাত দল সামনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। প্রকৃত পক্ষে দরজা ভাঙ্গার জন্য সাবলের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এ খবর পেয়ে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ঘটনা অনুসন্ধানের জন্য বাংলাদেশ পুলিশের পিবিআই, ডিবি, সিআইডি, রাজাপুর থানা পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনা স্থলে কাজ করছেন। এ সংবাদ লেখা পর্যন্ত রাজাপুর থানা পুলিশসহ পুলিশের সকল সংস্থা ঘটনাস্থলে রয়েছেন। এ ব্যপারে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন জানান ঘটনার তদন্ত চলছে তদন্ত শেষে মামলা নেয়া হবে।

আরও খবর

Sponsered content