দেশজুড়ে

কুয়াকাটায় নির্মাণাধীন ব্রীজ উদ্বোধনের আগে ধ্বস

  প্রতিনিধি ২৭ জুন ২০২১ , ৩:১৯:২১ প্রিন্ট সংস্করণ

ইলিয়াস শেখ কুয়াকাটা প্রতিনিধিঃ  কুয়াকাটা  পৌরসভার ৮ নং ওয়ার্ড এর দোভাষীপাড়া খালের উপর নির্মাণাধীন ব্রীজ (২৭ জুন) আনুমানিক সকাল ৭ টার দিকে বিকট শব্দ হয়ে ভেঙ্গে পড়ে যায়।
আর  যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পরেছে কয়েক হাজার মানুষ। ব্রীজটি ২০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থের সেতটি দুই গার্ডারের মধ্যখান দিয়ে ভেঙ্গে যায়। ২০১৯-২০২০ অর্থ বছরে ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮শ’৮৩ টাকা ব্যয়ে বাংলাদেশ
সরকারের (জিওবি’র) অর্থায়নে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় পৌরসভার দরপত্রের মাধ্যমে কাজটি চলমান রয়েছে।
ব্রীজটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পরায়,পুরো ব্রীজ নির্মাণ নিয়ে প্রশ্ন সকলের।
স্থানীয়রা জানান, আজ সকালবেলা আমরা একটি বিকট শব্দ শুনে সবাই হতভম্ব হয়ে যাই। এবং হঠাৎ দেখতে পাই আমাদের স্বপ্নের ব্রীজটি ভেঙে মাটিতে ঠেকে যায়।  তবে আমাদের ধারণা ব্রীজ নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের রড, ইট, সিমেন্ট সহ নানা সামগ্রী। ভাগ্য ভালো কোন দূর্ঘটনা হয়নি।
জামাল হোসেন বলেন,পুরো সেতুর মধ্যে কোন পিলার নেই তাই ভেঙে পরেছে । তবে ব্রীজটির প্লান কি তা আমরা জানিনা।
ঠিকাদারি প্রতিষ্ঠান খাঁন ট্রেডার্স এর পরিচালক আল মামুন জানান, গার্ডার বসানোর সময় হাইড্রলিক জ্যক বিকল হয়ে যাওয়ায় এমন দূর্ঘটনা ঘটেছে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, কুয়াকাটা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ এটি। একাজ সম্পন্ন করতে তাদের ইঞ্জিনিয়ার থাকে। আমি কন্ট্রাক্ট দারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।

আরও খবর

Sponsered content