বরিশাল

হিজলায় চারটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন

  প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারি ২০২৪ , ১২:৫২:১৭ প্রিন্ট সংস্করণ

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে ড্রাম চিমনিযুক্ত ৪টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ইটভাটা থেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

হিজলা উপজেলা প্রশাসন সূত্র জানায়, পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জনবসতি থাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত বুধবার ওই উপজেলার বান্দেরহাটের এসবিসি ও পিবিসি, মেমানিয়ার এনইউবি এবং একই এলাকার এলবিএফ-লামিয়া-২ ইটভাটার ড্রামচিমনি ভেঙে দেয়া হয়। প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। এ সময় পিবিসি ও এনইউবি ভাটা থেকে ৫০ হাজার টাকা করে ১ লাখ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের ভ্রাম্যমাণ আদালত। হিজলা উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ এই অভিযানে সহায়তা করে।

 

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ।