প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৪ , ৬:১৫:১৭ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তরের হামলার শিকার হয়েছেন হরিনাথপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুর রহিম’সহ অন্যান্য সদস্যরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে হামলার ঘটনাটি ঘটে।
হিজলা হরিনাথপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুর রহিম জানান, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের সদস্যদের সহযোগিতায় মৎস্য অধিদপ্তরের লোকজন হরিনাথপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় একটি বাড়িতে অভিযানে যায়।
সেখানে গিয়ে কোনো পুরুষ না পেয়ে বাড়ির নারী সদস্যদের সঙ্গে কথা বলে এক বস্তা অবৈধ জাল উদ্ধার করে অভিযানিক দল। সপ্তাহ আগে হিজলা ফাঁড়ি পুলিশের সদস্যরা অবৈধ জাল নিয়ে গেছে এমন সংবাদের ভিত্তিতে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম আমাকে ঘটনাস্থলে আসতে বলে। কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যেই আসি। অভিযানিক দলের সদস্যরাও আমার কাছে এ বিষয়ে জানতে চান। আমি মৎস্য কর্মকর্তাকে বলি আমাদের পুলিশ সদস্যরা গত দুই বছরেও কোন অভিযানে আসেনি জাল নেয়া তো দূরের কথা।
এতে স্থানীয়রা একাত্মতা প্রকাশ করে মৎস্য কর্মকর্তার সম্মুখে বলেন, স্যারেরা কোন অভিযানে আসেনি ও জাল নিয়ে যায়নি। তাতে ক্ষিপ্ত হয়ে মৎস্য কর্মকর্তা দেখে নেয়ার হুমকি প্রদান করেন ও সদস্যরা একপর্যায়ে আমাদের পুলিশ সদস্যদের গালাগাল শুরু করেন এবং সবার সঙ্গে খারাপ আচরণ করেন।
মৎস্য কর্মকর্তা পরিস্থিতি শান্ত করেন। ঘটনাস্থল থেকে হিজলা থানা পুলিশের (ওসি) জুবাইর আহমেদকে ঘটনা খুলে বলি তিনি তখন আমাকে থানায় যেতে বলেন।
এরপর ঘটনাস্থল থেকে হিজলা সদরে চলে আসার পথে আমাদের যানবাহনের গতিরোধ করে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মাঠকর্মী হানিফ, মাঝি সাইদুল, ইয়াসিন’সহ বেশ কয়েকজন তেরে এসে আমার সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন। তার প্রতিবাদ করতে গেলে একপর্যায়ে আমি’সহ সদস্যদের মারধর করেন।
এ বিষয়ে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আমাদের সদস্যদের সাথে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে তবে কোন হামলার ঘটনা ঘটেনি।