বরিশাল

গৌরনদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ১২:১৮:৫৬ প্রিন্ট সংস্করণ

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে তার দায়িত্বভার গ্রহন করেছেন।

 

নবনির্বাচিত ওই চেয়ারম্যানের ঘনিস্টজন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া সোমবার বেলা ১১টার দিকে হাজার হাজার নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে ব্যান্ডপার্টিসহ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে
যান। এরপর তিনি সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১২টার দিকে তিনি উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় যোগদান করেন। সেখানে দুপুর দেড়টার দিকে তিনি বিদায়ী উপজেলা চেয়ারম্যান সৈয়দা
মনিরুন নাহার মেরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন করেন। একই সময় উপজেলা পরিষদের নবনির্বাচিত নারী ভাইসচেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার ও পুরুষ ভাইস চেয়ারম্যান ফরহাদ
হোসেন মুন্সী তাদের স্ব স্ব দায়িত্বভার গ্রহন করেন।

 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাসিক সভায় উপজেলা পরিষদের ১৭টি দপ্তরের কর্মকর্তা, ৭টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ৩টি ইউনিয়নের চেয়াম্যানের পক্ষে তার প্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ ও মহাজোটের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, গৌরনদী পৌরসভার বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কাউন্সিলর, শিক্ষক নেতৃবৃন্দ, সমাজ সেবকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।