দেশজুড়ে

বরিশালে স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ১২:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক ॥ স্বাস্থ্যখাতে সব অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়।

 

এসময় বক্তরা বলেন, ‘বিনামূল্যে সব নাগরিকের করোনা ভাইরাস পরীক্ষা ও চিকিৎসা সেবা সঠিকভাবে দিতে হবে। পিসিআর ল্যাব বাড়াতে হবে। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের চক্রান্ত থামাতে হবে। জ্বালানির দাম বাড়ানোর জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহার করতে হবে।’

 

মানববন্ধনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব মনীষা চক্রবর্তীসহ অনেকে বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content