দেশজুড়ে

সাংবাদিকতার প্রকৃত পরিচয়

  প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৫:৩২:৩১ প্রিন্ট সংস্করণ

শামীম ওসমান হীরা:- সাংবাদিকদের কাজ হচ্ছে অপরাধ তুলে ধরা আর পুলিশের কাজ হচ্ছে সেই অপরাধ নির্মুল করা।

পুলিশ হতে যেমন ছয়মাস/এক বছরের মৌলিক প্রশিক্ষণের প্রয়োজন হয়। ঠিক তেমনি একজন প্রকৃত সাংবাদিক হতে হলে মৌলিক প্রশিক্ষণসহ সাংবাদিকতার আদর্শ লিপি বেশি বেশি করে পড়তে হবে।
বাজার থেকে কাপড় কিনে পুলিশের ড্রেস তৈরী করে রাস্তায় দাঁড়ালেই যেমন পুলিশ হওয়া যায়না। ঠিক তেমনি গলায় আইডি কার্ড আর হাতে কলম/ক্যামেরা নিয়ে রাস্তায় বের হলেই সাংবাদিক হওয়া যায়না।

সাংবাদিক শব্দটি ছোট হলেও এই মহান পেশা সাংবাদিকতা অনেক সম্মান জনক। সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয় বরং একজন আদর্শ সাংবাদিককে বলা হয় জাতির জাগ্রত বিবেক।

একজন প্রকৃত সাংবাদিক হতে গেলে অবশ্যই ওই সাংবাদিককে সাংবাদিকতার আদর্শ লিপি পড়তে হবে, সেই সাথে সর্বশেষ সংশোধনী সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ম্যানুয়েল বই এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বইসহ অন্যান্য বই বেশি বেশি করে পড়তে হবে।
কারো সাথে বিবাদ বা শক্রতা করে সংবাদ পরিবেশন না করে এবং কোনো অপরাধীর পক্ষ না নিয়ে সেই অপরাধীর অপরাধ তুলে ধরে সোপর্দ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তখনই সার্থকতা পাবে ঐ সাংবাদিকতা।