প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ১১:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিবেদক॥ পিরোজপুরে সদর উপজেলায় একটি ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে স্থানীয় সড়কের যান চলাচল। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছে সড়কটি ব্যবহারকারী সদর উপজেলা কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার জনসাধারণ।
গতকাল (২ অক্টোবর) সোমবার বিকেলে পিরোজপুর জেলার সদর উপজেলার চর লখাকাঠি গ্রামে বালু বোঝাই একটি পিকআপ ভ্যান ব্রীজটিতে উঠলে এটি ধসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিগত কয়েকক বছর ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে নতুন ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। ভারী যানবাহন চলাচল নিষেধ থাকার পরেও বালু বোঝাই ট্রাক ওঠে পড়ার কারণে ব্রিজটি ভেঙ্গে পড়েছে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের চলাচলের জন্য আজ সকাল থেকে মেরামতের কাজ শুরু হবে এবং টেন্ডারের মাধ্যমে নতুন ব্রিজ নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।