প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৪ , ১১:৪৯:০২ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক ॥ বরিশালে এক যুগ আগে পুলিশের করা মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ আগস্ট) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিনের আদালত তাদের খালাস দেন।
খালাসপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির বর্তমানে পদ স্থগিত হওয়া সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, যুবদল নেতা আক্তারুজ্জামান শামীম, খাজা মো. ইকবাল, জিএম আতায়ে রাব্বী, হাবিবুর রহমান টিপু, বাবুগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, আমিনুল ইসলাম লিপন, ফিরোজ আল আমিন পলাশ, বদিউজ্জামান টলন উল্লেখযোগ্য। মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল প্রধান আসামি ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতাকর্মীরা নগরের গড়িয়ারপাড় এলাকায় জড়ো হন। তারা যানবাহন চলাচল বন্ধ করে দিলে পুলিশ গিয়ে দেয়। তখন পুলিশের ওপর হামলা করা হয়। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানার সেই সময়ের এসআই মাকসুদুর রহমান মুরাদ বাদী হয়ে মামলা করেন। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি একই থানার সেই সময়ের এসআই নুরুল আলম ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মামলার সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় সবাইকে খালাস দেওয়া হয়েছে।