দেশজুড়ে

বরিশালে র‌্যাবের অভিযানে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ১২ জুলাই ২০২০ , ২:৫২:৩৮ প্রিন্ট সংস্করণ

তালাশ ডেস্ক ॥ ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান ওরফে সোহেল (১৯) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব-৮)। স্থানীয় পারগোপালপুর গ্রামের মনোহরপুর ব্রিজ এলাকায় ঝালকাঠি টু পিরোজপুর সড়কের ওপর থেকে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করে। এসময় উদ্ধার করে ১৯৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির অন্তত ৪ হাজার টাকা।

 

ওই উপজেলার পূর্ব ফুলহার গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে মেহেদী হাসান একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তাকে ইয়াবা সমেত গ্রেপ্তারের বিষয়টি রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এক ইমেল বার্তায় নিশ্চিত করের বরিশাল র‌্যাব অফিস।

 

র‌্যাব অফিস সূত্র জানায়- তাদের একটি টিম ওই উপজেলা ডিউটিকালীন জানতে পারে পারগোপালপুর গ্রামের মনোহরপুর ব্রিজ এলাকায় কয়েকজন যুবক মাদক ক্রয়-বিক্রয় করছে। কিছুক্ষণ পরে র‌্যাবের গাড়িটি সেখানে পৌঁছালে দুর থেকে দেখতে পেয়ে মেহেদী হাসান ওরফে সোহেল নামের ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টার করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে। এবং জিজ্ঞাসাবাদে যুবক স্বীকার করে তার কাছে ইয়াবা রক্ষিত আছে।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- এসময় যুবকের শরীরে তল্লাশি চালিয়ে ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকা পাওয়া যায়।

আরও খবর

Sponsered content