মোঃমাজহারুল ইসলাম মলি গলাচিপা :- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ব্রিজ বাজারে ২৫/০৬/২০২১ ইং তারিখে প্রতিপক্ষের হামলায় নিহত রুহুল আমিন মীরের স্ত্রী বাদী হয়ে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং১৯/২১।
ঘটনা স্থান থেকে একটি দোকানের সিসি ক্যামেরার হার্ডডিস্ক আনে গলাচিপা থানা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ০৬ আসামি কে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন ১।সিফাত খাঁন(২৬) পিতাঃবদরুল ইসলাম বাদল, সাং ডাকুয়া,২।হৃদয় হাং(২২) পিতাঃকালাম হাং,সাংশ্যামলীবাগ,গলাচিপা, ৩।ইমরান হাং(২৩),পিতাঃমিজানুর রহমান হাং,সাং শ্যামলীবাগ,৪।
মাহমুদ শাকিল(২৩), পিতাঃআঃসত্তার হাং,সাং-কাঠপট্টি গলাচিপা, ৫।শহিদুজ্জামান ইমন(২১),পিতাঃকবির হোসেন,সাং-নতুন বাজার ০১ নং ওয়ার্ড, গলাচিপা, ৬।নাঈম হাং(২১),পিতাঃমন্নান হাং,সাং-শ্যামলীবাগ,গলাচিপা। মালালা সূত্রে জানা যায় জমি জমা সংক্রান্ত জেরে রুহুল আমিন মীরের উপর হামলা করা হয়।মামলার এজাহারে ২৬ জনকে মূল আসামি এবং অজ্ঞাত আরও ২০ -২৫ জনকে।আজ গ্রেফতার কৃত ০৬ আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।