প্রতিনিধি ৬ জুলাই ২০২১ , ২:৪৯:১৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :- ৬ জুলাই বরিশালে ৪০জন পথশিশুকে দুপুরের খাবার দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান গ্রামবাংলা উন্নয়ন কমিটি। বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় দুপুর ১টায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কোতোয়ালি মডেল থানার ৭নং বিট অফিসার এএসআই রুমা পারভীনের সহযোগিতায় পথশিশুদের হাতে খাবার পৌঁছে দিয়েছে গ্রামবাংলা উন্নয়ন কমিটির প্রতিনিধিরা।
উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির ১০.১১ ও ১২ ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর এবং প্যানেল মেয়র-৩ মোসাঃ আয়শা তৌহিদ লুনাসহ অন্যান্য অতিথিরা। খাবার বিতরণ শেষে তারা গ্রামবাংলা উন্নয়ন কমিটির মানবিক কাজের প্রশংসা করেন।
উল্লেখ্য এর আগে যে কোন দূর্যোগকালীন সময় পথশিশুদের খাবার সরবরাহ করার ঘোষণা করেছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক একেএম মাকসুদ।
এ বিষয় গ্রামবাংলা উন্নয়ন কমিটির নির্বাহী পরিচালক একেএম মাকসুদ বলেন,,পথশিশুদের খাবার সরবরাহ করার জন্য কোতোয়ালি মডেল থানার এএসআই রুমা পারভীন আমাদের সাথে যোগাযোগ করেন। তার সার্বিক সহযোগিতায় শিশুদের হাতে আমরা খাবার পৌঁছে সক্ষম হয়েছি এজন্য এএসআই রুমা পারভীনকে ধন্যবাদ জানাই।
লকডাউনকালীন সময় আমাদের খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয় এএসআই রুমা পারভীন বলেন,, আমার বিট এলাকার পথশিশুদের খাবার সংকট দেখে দিলে তারা থানায় আসে।
পরে আমি গ্রামবাংলা উন্নয়ন কমিটির সাথে যোগাযোগ করি এবং তারা খাবার সরবরাহ করতে আগ্রহ প্রকাশ করে।সেই ধারাবাহিকতায় আজ তারা ৪০ জন পথশিশুকে দুপুরে খাবার পৌঁছে দিয়েছে।আমি সবাইকে ধন্যবাদ জানাই এমন মানবিক কাজে এগিয়ে আসার জন্য।