দেশজুড়ে

বানারীপাড়ায় বাংলাদেশের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন

  প্রতিনিধি ২ আগস্ট ২০২১ , ১:০৫:২৩ প্রিন্ট সংস্করণ

যার জন্ম না হলে বাঙ্গালী জাতি বীরের খেতাব পেতনা। তিঁনিই হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁর ৭মার্চের অগ্নিঝড়া ভাষণ’ই মুক্তিযুদ্ধের সূচনা। তাঁর ডাকেই বাংলাদেশ। বঙ্গবন্ধুই সোনার বাংলার রূপকার। জাতির এই আরাধ্য সন্তানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে দেশের কতেক কুলাঙ্গার’রা মিলে হত্যাযজ্ঞে মেতে উঠেছিলো। ওই রাতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের ২৪জন সদস্যকে নরপিচাশরা হত্যা করেছিলো। সেই শোকের মাসের প্রারম্ভে বরিশালের বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
পহেলা আগস্ট রবিবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর শহরের ডাক বাংলো মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ মোমবাতি প্রজ্জ্লন ও ৭৫’র ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।
এছাড়াও বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, ক্রিড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল, কবি রুহুল আমিন তালুকদার, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জোটের সহ-সভাপতি সুজন মোল্লা, পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, ব্যাংকার জাহাঙ্গির হোসেন দুলাল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, ক্রিড়া সম্পাদক রিপন বনিক, জোটের সহ-সভাপতি সুমম রায় সুমন, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল, যুবলীগ নেতা মশিউর রহমান সুমন ও তপু খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন সেবনাথ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জোটের সাহিত্য সম্পাদক শফিক শাহিন, ব্যবসায়ী ত্রিনাথ পোদ্দার,প্রমূখ।  অনুষ্ঠানে সঞ্চালনা করেন জোটের সহ-সভাপতি জাহিদ হোসেন।

আরও খবর

Sponsered content