দেশজুড়ে

জীববৈচিত্র্য রক্ষায় কুয়াকাটা সৈকতে প্লাস্টিক বর্জ্য অপসারণ

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২১ , ১:০৩:১৩ প্রিন্ট সংস্করণ

ইলিয়াশ শেখ, কুয়াকাটা ॥ কুয়াকাটায় মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ গ্রহণ করেছে ব্লু-গার্ডের সদস্যরা।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এর ব্লু-গার্ড সদস্যরা সৈকত পরিস্কারের কাজে নেমেছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত খাজুরা এলাকায় লাল কাঁকড়া ও কচ্ছপের অভায়াশ্রমখ্যাত প্রায় এক কিলোমিটার সৈকত পরিস্কার-পরিচ্ছন্ন করেন তারা।

এ সময় সমুদ্র থেকে ভেসে এসে সৈকতে বিচ্ছিন্নভাবে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য ও ছেড়া কাটা জাল অপসারণ করা হয়। এ কাজে ব্লু-গার্ডের ২৪ জন নারী-পুরুষ অংশগ্রহন করেন।

ব্লু-গার্ডের সদস্য হাবিব আকন বলেন, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ এর উদ্যোগে খাজুরা ও গঙ্গামতি সৈকতে লাল কাঁকড়া ও কচ্ছপের অভায়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।

এ লক্ষ্যে গার্ডের সদস্যরা কাজ করে যাচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রায় এক কিলোমিটার সৈকতের প্লাস্টিক বর্জ্য ও ছেড়া কাটা জাল অপসারণ করা হয়েছে।

এর ফলে সৈকতে অবাধে লাল কাঁকড়ার ছুটাছুটি পর্যটকরা অবলোকন করতে পারবে। আমরা চাই সৈতক থাকবে পরিস্কার পরিচ্ছন্ন।

ইউএসএআইডি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটির সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।

আরও খবর

Sponsered content