প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৩ , ২:০৬:২৫ প্রিন্ট সংস্করণ
বাবুগঞ্জ প্রতিবেদক॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের জন্মদিন উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানে বরিশাল-৩ আসনের (মুলাদী ও বাবুগঞ্জ) সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়ার পাশের চেয়ারে বসাকে নিয়ে দলটির দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় পরস্পরের দিকে চেয়ার ছুড়ে মারার ঘটনাও ঘটে।
গতকাল রোববার রাত ৯টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খানপুরা এলাকায় জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সোমবার সকালে বরিশাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিছু চেয়ার ভেঙেছে। তবে সংসদ সদস্য নিরাপদে ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’
দলটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের চেয়ারম্যান জি এম কাদেরের জন্মদিন উদ্যাপন উপলক্ষে গতকাল রাতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে দলীয় নেতা-কর্মীদের রাতের খাবারের আয়োজন করা হয়েছিল। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া। আলোচনা সভায় সংসদ সদস্য গোলাম কিবরিয়ার পাশের চেয়ারে বসা নিয়ে রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হামিদুর রহমান ও উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছাড়ায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম কিবরিয়া বলেন, ‘মারামারির ঘটনায় বহিরাগত ব্যক্তিরা জড়িত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিকভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় আহত হয়েছেন চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্যসচিব মামুন হোসেন খলিফা। তিনি বলেন, তিনি বর্তমানে বরিশাল নগরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত বাকি দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।