প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ১:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিবেদক॥ ঝালকাঠির বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে কলেজের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য (ভার্চুয়াল) রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মো: শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, মজিবুল হক আকন্দ, জেলা পরিষদ সদস্য সামসুল হক পিরু। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসেন আমু বলেন,“দেশের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। শিক্ষিত জাতি ছাড়া দেশ উন্নত হতে পারে না। তাই শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষনা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্যে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে।”
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে স্বাগত বক্তব্য ও অতিথিবৃন্দদের ফুলেল শুভেচছা জানানো হয়। পুরষ্কার বিতরণী ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।