সকল বিভাগ

অনিকের প্রতিদ্বন্দ্বিতায় আতঙ্কে ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা!

  প্রতিনিধি ২৬ মে ২০২৩ , ১০:০১:১১ প্রিন্ট সংস্করণ

 

  • তুফান মাহাম্মুদঃ  আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন কে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নজর কেড়েছেবরিশাল বাসীর। চারপাশে বইছে নির্বাচনী হওয়া। নির্বাচন কে সামনে রেখে প্রচারপ্রচারণায় ব্যস্ত সময় পারকরছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় নং ওয়ার্ডের সর্ব মহলে এখন চর্চা হচ্ছে কে হতে চলেছেন তাদের জনপ্রতিনিধি?

ওয়ার্ড বাসী বলছেন, শোষণ শাসনের কাউন্সিলর চান না তারা, চান নং ওয়ার্ড বাসীর কাছের মানুষ। যেএলাকাবাসীর সকল নাগরিক সমস্যা দূর করে উন্নত আধুনিক ওয়ার্ড উপহার দেওয়ার জন্য করবে অক্লান্তপরিশ্রম। এক্ষেত্রে নং ওয়ার্ড এলাকার সকল স্তরের মানুষের মুখে বারে বারে উঠে আসছে একটি নাম যাকে ওয়ার্ডের সকল শ্রেনীর মানুষ ভালোবাসে তিনি হলেন মোঃ মোস্তাফিজুর রহমান অনিক।

তিনি ভালোবাসা বিপদকালীন সময়ে সাধারণ জনগনের পাশে থেকে ওয়ার্ড বাসীর আস্থার আসনে রয়েছে। কর্মদক্ষতার কারণে এলাকা জুরে ব্যাপক জনসমর্থন রয়েছে। এই নির্বাচনে ব্যাপক জনসমর্থন তাকে নির্বাচিত করতেভোট ব্যাংক হিসেবে সংরক্ষিত আছে বলে দাবি এলাকাবাসীর।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ই জুন ভোট গ্রহন করবে ইসি। ভোট গ্রহণ হবে ইভিএমে।

নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দা ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তার নানামুখী উন্নয়ন মূলককর্মকান্ড বিগত দিনে ওয়ার্ড বাসীর নজর কেড়েছে।

তিনি কাউন্সিলর হয়ে জনসাধারণের সুখে, দুঃখে যেভাবে সহযোগী হয়ে পাশে দাঁড়াবে সাধারণ মানুষ উপলব্ধিকরতে পারে। আবার নির্বাচিত হলে কি পরিমাণ উন্নয়ন হতে পারে তাও উপলব্ধি করে তারা। নির্বাচনে মোঃমোস্তাফিজুর রহমান অনিকের বিকল্প নাই। তিনি অবশ্যই কাউন্সিলর হিসেবে নির্বাচিত হবেন।

 

এসময় অনেক বলেছেন ভিন্ন কথা। মোস্তাফিজুর রহমান অনিকের নির্বাচনি হাওয়া দেখে অন্যান্য প্রার্থীরা আতঙ্কে রয়েছে।

  • মোঃ মোস্তাফিজুর রহমান অনিক বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর নং ওয়ার্ডের প্রধান সমস্যা রাস্তা, ড্রেনেজসমস্যার ভোগান্তি দূর করতে পারবো।

একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলতে ওয়ার্ড বাসির ভালোবাসা, দোয়া মুল্যবান ভোট প্রত্যাশা করছি।আমি আশা রাখি আসছে ১২ই জুন সাধারন জনগন তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ করেদিবেন। আমি তাদের সন্তান তাই তাদের পাশে থেকে আজীবন সকলের সেবা করে যেতে চাই।

আমার ৩নং ওয়ার্ডে অসংখ্য অসমাপ্ত কাজ রয়ে গেছে। যেগুলো এলাকার তরূন যুবক শিক্ষিত সমাজ আমারমুরব্বীদের সাথে নিয়ে শেষ করতে চাই।

তিনি আরো বলেন, ইতোপূর্বে করোনার ক্রান্তিকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রমে তরূনযুবকদের সাথে নিয়ে নেতৃত্ব দিয়েছি। সেই ধারা নিয়ে জনগণ আমাকে প্রতিনিধি হিসেবে গ্রহণ করে নিয়েছে।

আরও খবর

Sponsered content