প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ
তালাশ প্রতিবেদক॥ বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এর প্লট সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তা ও তাদের অনুসারীদের নামে-বেনামে বরাদ্দ ও ভূমি দখলের প্রতিবাদে নগরীর কাউনিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর টেক্সটাইল এলাকায় ও ১১ টায় হাউজিং এলাকার বড় মসজিদের দক্ষিণ পাশে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন নগরীর ১ ও ৩ নং ওয়ার্ডের শত শত নারী ও পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন- হাউজিং প্রকল্পের প্লট বরাদ্দের নামে জনগনের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, প্রকল্পের মাস্টার প্লান ও নকশা প্রকাশ না করা, স্থানীয় জনগণের চলাচলের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা না করাসহ স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রভাবশালী কর্মকর্তা ও তাদের অনুসারীরা নামে-বেনামে প্লট বরাদ্দ ও ভূমি দখল করছে। আমরা এটা হতে দেবো না। সঠিক নিয়ম মেনে প্লট বরাদ্দ দিলে আমাদের কোন আপত্তি নেই। এছাড়াও আমাদের কিছু দাবি রয়েছে।
মানববন্ধনে ৮ টি দাবির কথা উল্লেখ করা হয়-
১. বরিশাল সিটি কর্পোরেশনের কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এর মাস্টার প্লান ও নকশা প্রকাশ করতে হবে।
২. প্রকল্প সংলগ্ন বসবাসকারী জনসাধারণের চলাচলের রাস্তা নিশ্চিত করতে হবে।
৩. প্রকল্প সংলগ্ন বসবাসকারী জনসাধারণের পানি ও পয়ঃনিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৪. প্রকল্প সংলগ্ন বসবাসকারী জনসাধারণের বিদ্যুৎ ও পানির সংযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৫. এল.এ কেস নং ৭১/১৯৬১-৬২ মূলে অধিগ্রহণকৃত ভুমির মালিকদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দিতে হবে।
৬. প্লট ক্রয়ের আবেদনকারীদের মাঝে লটারীর মাধ্যমে প্লট বরাদ্দ নিশ্চিত করতে হবে।
৭. বরিশাল সিটি কর্পোরেশনের নিয়ান্ত্রনাধীন কাউনিয়া হাউজিং প্রকল্প-২ এ সকল নাগরিক সুবিধা অর্ন্তরভুক্ত করতে হবে।
৮. বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দের বর্তমান কার্যক্রম বন্ধ ও বাতিল করতে হবে।