প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১২:২৫:২২ প্রিন্ট সংস্করণ
দুর্গাপুর প্রতিনিধি॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও প্রশ্নবিদ্ধ আখ্যা দিয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার বিকাল ৩টায় দক্ষিণপাড়া এলাকার বাসভবনে সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশ্নবিদ্ধ এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে এ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ক্রয় করেন, জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
তিনি বলেন, এই নির্বাচনে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর বাহিনীরা, আমার নেতাকর্মীদের প্রাণ নাশের হুমকিসহ মারধর করে যাচ্ছে শুরু থেকেই। আজ সকাল থেকেই বিভিন্ন দুর্গাপুর উপজেলা কাকরাকান্দা, নলজোড়া, আড়াপাড়া, কুমুদগঞ্জ সহ কলমাকান্দার সিধলী, কলমাকান্দা পাইলট স্কুল, লেঙ্গরা সহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়ায় এ নির্বাচন আমার কাছে যৌক্তিক মনে হয়নি। তাই আমি মনে করি, এ আসনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, দুপুর ২টা পর্যন্ত এ আসনের সকল ভোটকেন্দ্রে ২০ শতাংশ থেকে ২৫ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ভোট কাস্টিং বাড়ানোর লক্ষে আমার এজেন্ট বের করে দিয়ে জাল ভোট দেওয়ার কারণে প্রশ্নবিদ্ধ এ নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিলাম। জয়বাংলা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী রীনা আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুবলীগ নেতা স্ট্যালিন ইবনে সাঈদ প্রমুখ।