বরিশাল

বরিশালে সাদিকের বাসার পোড়া লাশটি কাউন্সিলর লিটুর

  প্রতিনিধি ৯ আগস্ট ২০২৪ , ১২:৫৫:১৬ প্রিন্ট সংস্করণ

তালাশ প্রতিবেদক॥ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া আগুনে পোড়া লাশটি ৫ বারের নির্বাচিত কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটুর।

 

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্সিলর লিটুর স্ত্রী বেগম নাজমা।

 

লিটু বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। রাজনীতিতে অংশ নেওয়ার আগে তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।

 

প্রসঙ্গত, এরআগে সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর বরিশাল নগরীর কালিবাড়ি রোডে সাদিকের বাসভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই দিন রাতে একটি কক্ষের মধ্য থেকে আগুনে পুড়ে মারা যাওয়া তিন ব্যক্তির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মর্গে গিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) তিন জনের মধ্যে নুর ইসলাম ও মঈন জমাদ্দারকে সনাক্ত করেছিলো স্বজনরা। বাকি একটি লাশ শনাক্তে কোন স্বজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে না আসায় তা এতোদিন নিশ্চিত হওয়া যায়নি।

আরও খবর

Sponsered content