Uncategorized

পুরোহিত শ্রী-পবিত্র চক্রবর্তীর মন্ত্র পাঠের মধ্য দিয়ে কৃষ্ণকাঠী কালী মন্দিরে শ্যামা পূজা সম্পন্ন

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২০ , ৮:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ

প্রতিবেদক বিএফ খান সবুজ :

বাকেরগঞ্জে ঐতিহ্যবাহী ১১নং ভরপাশা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠি গ্রামের শ্রী-শ্রী সার্বজনীন কালী মন্দিরে অনুষ্ঠিত হলো যুবকদের একান্ত নিজিস্ব প্রচেষ্টায় শ্রী-শ্রী শ্যামা পুঁজা ২০২০। দূর্গাপুঁজা অনুষ্ঠানের পরে দ্বীপাবলি সামনে রেখে সর্বস্তরের হিন্দু-ধর্মাবলম্বীদের নিকট অতি গুরুত্ব বহনকরে থাকে এই শ্যামা পুঁজা। হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা। এটি কালী পূজা নামেও পরিচিত। একই সঙ্গে আজ উদযাপিত হলো দীপাবলী উৎসব। দুষ্টের দমন আর শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক শ্যামা দেবী। হিন্দু পূরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উত্পত্তি। দেশের হিন্দু সম্প্রদায় আজ উত্সাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামা পূজা উদযাপন করেছে। প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা প্রভৃতি কর্মসূচিও রয়েছে এই পূজাকে ঘিরে। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির, মণ্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলীর প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। কৃষ্ণকাঠী সার্বজনীন পুঁজা মন্দিরের পুঁজার সকল মন্ত্র পরিচালনা করেন ঠাকুর শ্রী- পবিত্র চক্রবতী। ঠাকুর শ্রী-পবিত্র চক্রবর্তী তাহার আরাধনা প্রার্থনার মধ্য দিয়ে সারা বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মানবকল্যাণে জাতির উত্তরোত্তর সার্বিক মঙ্গল কামনা করেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু সার্বিক মঙ্গল কামনা করে প্রার্থনা সম্পন্ন করেন। মন্ডপের সভাপতির দ্বায়িত্ব পালন করেন, শ্রী-বিকাশ চঁন্দ্র দাস, সার্বিক সহোযোগিতায় ছিলেন, সাধারণ সম্পাদক উত্তম কুমার, শাশু মিত্র, তরুণ হাওলাদার, রনজিত হাওলাদার, অমৃত হাওলাদার, মিন্টু শীল, শংকর দাস, শিপন, রিপন, সঞ্জয়, নিখিল, বিবেক দাস, রাজীব সরকার, দুলাল দাস, হরিদাস, স্বপন দাস, ছোট্ট রিপন প্রমুখ।

আরও খবর

Sponsered content