প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২১ , ৩:৩৪:১৮ প্রিন্ট সংস্করণ
রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে
উদ্ধযাপিত হল বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উপজেলা নবগঠিত
কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার সকাল ৯ টায় উপজেলা ছাত্রলীগের
আয়োজনে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এরপর হাজারো ছাত্র-জনতা
প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ র্যালী নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক
পায়রা উড়ানো হয়। পরে উপজেলা অডিটরিয়ামে নব-নির্বাচিত উপজেলা ছাত্রলীগ
সভাপতি পারভেজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন রাখেন জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও রাজাপুর উপজেলা
পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল
মৃধা ও যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
রাজাপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল
আলম সরফরাজ, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান
আফরোজা আক্তার লাইজু, জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, সহ
সভাপতি দুলাল তেওয়ারী, সাধারন সম্পাদক এসএম আল আমিন প্রমূখ। অনুষ্ঠানে
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেয়।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে উপজেলা অডিটরিয়ামে ৭৩ তম
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।