প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২১ , ১১:০৭:৫১ প্রিন্ট সংস্করণ
চলমান শৈত্যপ্রবাহটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে তাপমাত্রা আরও কমতে পারে। তাপমাত্রা আরও কমলে শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। এমনটিই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস
আবহাওয়া অধিদপ্তর বলছে, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ আজ শুক্রবারও অব্যাহত থাকতে পারে।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে গত বুধবার শৈত্যপ্রবাহ শুরু হয়। বৃহস্পতিবার এই শৈত্যপ্রবাহ আরও নতুন এলাকায় ছড়ায়। সারা দেশে গড় তাপমাত্রা স্থানভেদে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এদিন দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, যা ছিলো দেশের সর্বনিম্ন তাপমাত্রা।