দেশজুড়ে

গলাচিপায় বজ্রপাতে নিহত -২

  প্রতিনিধি ৬ মে ২০২১ , ১:১৭:২১ প্রিন্ট সংস্করণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় বৃহস্পতিবার সকালে বজ্রপাতে দুইজন(০২) নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের ছোবাহান আকনের ছেলে মনির আকন (৩৫) এবং পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের ০১ নং ওয়ার্ডের শাহজাদা তালুকদারের ছেলে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মুস্তাফিজুর রহমান (১৪)।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বজ্রপাতসহ বৃষ্টি হলে ছোট চৌদ্দকানি গ্রামে বাড়ির পাশে সড়কে গরু আনতে গেলে মনির আকন ও একই সময়ে উত্তর পানপট্টি গ্রামে বিলের মাঝে ডাল তুলতে গেলে বজ্রপাতে মুস্তাফিজুর রহমানের মৃত্যু হয়। তাদের দু’জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জেবিন তাদেরকে মৃত ঘোষণা করেন।বজ্রপাতে মৃত্যুর বিষয় জানতে চাইলে গণমাধ্যম কে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃমনিরুল ইসলাম জানান,রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দ কানী গ্রামের মনির আকন(৩৫) ও পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টির স্কুল ছাত্র মোঃমুস্তাফিজুর রহমান(১৪) বজ্রপাতে নিহত হন।তারা দু’জনই বজ্রপাত এর সময় বাহিরে কাজ করতে ছিল। সকলকে বজ্রপাত ও বৃষ্টির সময় ঘরে থাকার আহ্বান জানান স্বাস্থ্য কর্মকর্তা।

আরও খবর

Sponsered content